ক্রাফট করতে ভালোবাসি

প্রিয় কিআ,

আশা করি তুমি ভালো আছ। আজ তোমাকে প্রথম চিঠি লিখছি, তা-ও আবার ক্লাসে বসে। ভেবো না যে স্যারের কাজ না করে তোমাকে চিঠি লিখছি। আসলে স্যার বসে অন্য কাজ করছেন, পড়াচ্ছেন না। তাই তোমাকে লিখছি। তোমার নভেম্বর সংখ্যাটা দারুণ হয়েছে। বিশেষ করে যারা ক্রাফট করতে পছন্দ করে, তাদের জন্য এই সংখ্যা অবশ্যই বিশেষ কিছু। আমিও ক্রাফট করতে ভালোবাসি, তবে এখন অত বেশি করা হয় না। আজ তোমাকে প্রথম চিঠি লিখছি, তাই আমার কোনো আবদার নেই। তবে তোমার বিচিত্র ও বিনোদন বিভাগটা আমার খুব ভালো লাগে। প্রতিটি সংখ্যায় বিভাগ দুটি রাখার চেষ্টা কোরো।

হুমায়রা রশীদ

সপ্তম শ্রেণি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম

কিআ: এই চিঠি স্যারের নজরে যেন না পড়ে, সেই চেষ্টা কোরো। স্যার আবার খেপে গেলে কিন্তু বিপদ। ক্রাফট নিয়ে সংখ্যাটা নিয়ে আমরা একটু দ্বিধায় ছিলাম যে তোমাদের ভালো লাগবে কি না। ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।

আরও পড়ুন