সক্রেটিসের গল্প

কিশোর আলোর জুলাই সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: আরাফাত করিম

বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে।

একদিন এক লোক এসে তাঁকে বলল, ‘তোমার বন্ধু সম্পর্কে একটা কথা শুনে এলাম। এটা এখন আমি তোমাকে বলতে চাই।’

সক্রেটিস জবাব দিলেন, তোমার কথা শোনার আগে তিনটা প্রশ্নের জবাব আমার দরকার হবে। ১. তুমি যা শুনেছ, তা কি সত্য?

—না। আমি ঠিক নিশ্চিত নই। সত্য হতে পারে, আবার না–ও হতে পারে।

—যা বলতে চাচ্ছ, তা কি আমার বন্ধু সম্পর্কে কোনো ভালো কথা?

—না। তা ভালো কথা নয়।

—যা বলতে চাইছ, তা শুনলে কি আমার কোনো উপকার হবে?

—না। ঠিক তা নয়।

—তাহলে বলতে হবে না। কোনো কিছু বলার আগে তিনটি বিষয়ে তোমাকে নিশ্চিত হতে হবে। কথাটা সত্য হতে হবে। তা ভালো কথা হতে হবে। তা উপকারী কথা হতে হবে। তিনটার অন্তত একটাও যদি হয়, তাহলে সে কথা বলার যোগ্য।

গল্পটা পেলাম ইন্টারনেটে। আমরাও কোনো কথা বলার আগে এই তিনটা জিনিস খেয়াল করে দেখতে পারি।

সবাই ভালো থেকো।