স্বাধীনতার ছড়া

অলংকরণ: রাকিব

যুদ্ধ করেছিলাম বলেই
পেলাম স্বাধীনতা—
হাসতে পারি
ভাসতে পারি
বলতে পারি কথা।

পড়তে পারি
লড়তে পারি
অনেক কিছু করতে পারি ভাই,
যুদ্ধে শামিল হয়েছিলাম তাই।

ইচ্ছে হলেই এক বিকেলে
ফাগুন এলে
পালক মেলে
ওই আকাশে উড়তে পারি
ঘুরতে পারি ছড়িয়ে আপন
ডানা;
নিজের মতন মুক্ত স্বরে
ধরতে পারি গানা।
কেউ করে না মানা।

স্বাধীনতা পেয়েছিলাম
বলে—
যখন-তখন হাত নাড়িয়ে
যাই হারিয়ে দস্যি ছেলের
দলে,
কখনোবা ভোর-বিহানে
পাখির কোলাহলে।