ঘরের পাশে থাকলে পড়ে খোলা জমি কোনো,
গাছ লাগাতে পারি সবাই ভাইবোনেরা শোনো।
বাসাবাড়ি, ছাদে কিংবা টবে যখন যা পান,
নানান জাতের গাছের চারা যত্ন করে লাগান।
পথের ধারে হাটের পাশে গাছ লাগালে আরও,
প্রতিদিনের জলের ছোঁয়ায় যত্ন নেব তারও।
ইশকুল ঘর, কলেজ এবং দালানকোঠার পাশে,
লাগানো গাছ রোদ মেখে গায় সবুজ ঠোঁটে হাসে।
গাছে গাছে বনের ছায়ায় গড়তে পারি বন,
সবুজ পাতা হাওয়ায় দোলে নেচে ওঠে মন।
দেখবে তখন মনের মাঝে উপচে সুখের ঢেউ,
মাথার ওপর হাত বুলিয়ে দিচ্ছে তোমায় কেউ।
পরম প্রিয় প্রাণের প্রিয় গাছের কত বাহার
দিচ্ছে কত আলো–ছায়া দিচ্ছে কত আহার।
প্রাণের বায়ু অক্সিজেনও পাচ্ছি যে গাছ হতে,
গাছে কত ঔষধি গুণ বিজ্ঞানীদের মতে।
ফুল ফসলে ভরে রাখে এই পৃথিবীর বুক,
মুগ্ধ দুচোখ সেই শোভাতে উথলে ওঠে সুখ।
গাছপালার মান–অভিমান আদর–সোহাগ আছে,
বুঝবে তখন স্নেহ-মায়ায় নিলে তাদের কাছে।
গাছে গাছে পাখির বাসা ফুলে ফলে হাসি,
এই পৃথিবীর আমরা মানুষ গাছকে ভালোবাসি।