পতাকা টুকরো কাপড় তো নয়, পতাকা দেশ ও মাটি
পতাকার মানে মুক্তিযুদ্ধ, ধ্বংস শত্রুঘাঁটি।
পতাকার মানে পরাধীনতার শৃঙ্খল ছুড়ে ফেলে
নতুন সকালে নতুন সূর্য উঠেছে কুয়াশা ঠেলে।
এমনি এমনি পতাকা আসে না, আসেনি বাংলাদেশে
লাল-সবুজের পতাকা এসেছে রক্ত ঝরানো শেষে।
পতাকা এসেছে তিরিশ লক্ষ বীরের আত্মদানে
সম্ভ্রমহারা দুলক্ষ নারী পতাকার দাম জানে।
পতপত ওড়ে বিজয়ী পতাকা জয়ের গর্বে চাঙা
সবুজ জমিনে লালের বৃত্ত বীরের রক্তে রাঙা।
বিশ্বে যেখানে যখনই উড়ুক পতাকা ছড়ায় দ্যুতি
পতাকা টুকরো কাপড় তো নয়, পতাকাটা অনুভূতি।
পতাকার কথা বলছি অনেক দুঃখ ও অভিমানে
মুক্তিযুদ্ধ দেখনি বলে কি বুঝবে না তার মানে?
নিজের বিজয়ী পতাকা সরিয়ে পরাজিত পতাকাকে
উড়িয়ে কীভাবে অপমান করো নিজেকে, দেশকে, মাকে?
লাল-সবুজের পতাকা এসেছে বীরের আত্মদানে
সেই পতাকাই গর্ব আনুক দেশের প্রতিটি প্রাণে।
খেলার মাঠ বা বাড়ি, রাজপথে যে যেখানে তুমি আছ
উঁচু করে ধরো নিজের পতাকা, গর্বিত হয়ে বাঁচো।