তিনটি তারা চাঁদের পাশে
গুলশান ট্র্যাজেডির শিকার তিন অমূল্য প্রাণ তারুণ্য স্মরণে
কে বলেছে নেই রে ফারাজ...কে বলেছে নেই?
ঝলমলিয়ে জ্বলছে ফারাজ তারার আকাশেই।
কই তারিশি-অবিন্তারা...
তারাও যে আজ নবীন তারা
তিনটি তারা চাঁদের পাশে হাসছে আকাশেই।
একটি তারা লাল সিতারা, একটি তারা নীল
মধ্যিখানের ওই তারাটা সোনালি ঝিলমিল
ওই তারাটাই ফারাজ বুঝি...
আমরা তাকে বৃথাই খুঁজি—
দেখেই ওকে ঠিক চিনে নেয় মেঘের ভুবন চিল।
তিনটি তারা বন্ধু তারা; হাতটি ধরে রয়...
ফারাজ নিজের জীবন দিয়ে ঘোচাল সংশয়।
তিনটি তারা এক হয়ে যায়
ডাকল আকাশ হাত ইশারায়
আলোর ডানা নাচিয়ে ওরা আকাশবাসী হয়।
মধ্যিখানে জ্বলছে ফারাজ; দুপাশে দুই জন...
একটি সুতোয় গাঁথা যেন তিনটি তারার মন
অবাক হয়ে লক্ষ তারা...
দেখছে তাদের সখ্যধারা
চাঁদ এঁকে দেয় ওদের ঠোঁটে স্নেহের আলিম্পন।