করোনা দূর হয়ে যাক

অলংকরণ : সব্যসাচী মিস্ত্রী

এসো হে বৈশাখ।
তাপস নিশ্বাস
বায়ে
করোনা ভয় দাও
উড়ায়ে।

পৃথিবীব্যাপী জরা
দূর হয়ে যাক।
এসো হে বৈশাখ।

নাগরদোলাতে চড়া এবার হবে না যে,
বোশেখি মেলা যাওয়া এবার হবে না যে,
নিজের ঘরে রব, সেজে বোশেখি সাজে।

করোনা কারণেই বর্ষবরণে
এবার সাবধান আমাকে হতে হবে
এবার সকলেই আপন ঘরে রবে।

আমের গাছে গাছে ঝুলবে কচি আম
জামের গাছে গাছে ঝুলবে কালো জাম
আঠালো আঠা সাদা ঝরবে কাঁঠালে
এবার বৈশাখ বাসায় কাটালে

থাকব নিজে ভালো রাখব তোকে তাকে
এবার ঘরে রব পহেলা বৈশাখে।
নতুন বছরেতে সকলে ভালো থাক,
এসো হে বৈশাখ পহেলা বৈশাখ।