ইতিহাস কথা কয়

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

উনিশ শ একাত্তরে
এ দেশের ঘরে ঘরে
হানা দিয়েছিল
এক বর্বর বাহিনী

রক্তের অক্ষরে
ইতিহাসে লেখা হয়ে
আছে সেই কাহিনি

মুজিবের নির্দেশে
ছিল যত বীর দেশে,
পড়েছিল ঝাঁপিয়ে।
হাতে হাত মিলিয়ে
হয়েছিল আগুয়ান
দেশের জন্য প্রাণ
অকাতরে বিলিয়ে,
তারা দিয়েছিল
পৃথিবীটা কাঁপিয়ে।
দশ মাস চলেছিল
সেই মহাযুদ্ধ।
লক্ষ প্রাণের খুনে
এ দেশের মানুষেরা
হয়েছিল মুক্ত;
এদেশের মাটি-জল
হয়েছিল শুদ্ধ।