নতুন বছর নতুন ক্লাসে
নতুন বছর নতুন ক্লাসে! স্কুলের ভেতর ঢুকে
গেটের কাছেই পেয়ে গেলাম, আরিফকে, বাবলুকে।
পারলে আরিফ জাপটে ধরে আমায় তোলে কোলে
বাবলু খুবই খুশি ক্লাসে ফার্স্ট হয়েছে বলে!
আমার রেজাল্ট মোটামুটি, ভালোই বলতে পারো!
রোল নম্বর সাতাশ ছিল, এবার সেটা বারো!
যেমনই হোক রেজাল্ট, খুশি নতুন ক্লাসে উঠে
সবার চোখে–মুখেই সেটার উঠছে আভা ফুটে!
নতুন বছর নতুন ক্লাসে, আনন্দ সবখানে
আনন্দটা দ্বিগুণ হলো নতুন বইয়ের ঘ্রাণে!
বইগুলোকে উল্টে দেখি, পুরুত্ব নিই মেপে
নতুন ক্লাসের উত্তেজনা যায় না রাখা চেপে।
এর ভেতরেও কষ্ট আছে, সংখ্যা দেখি গুনে!
তিনজন ফ্রেন্ড কমে গেছে, মন ভেঙেছে শুনে
সব মিলিয়ে তিন সাবজেক্ট ফেল করেছে বলে
আগের ক্লাসেই আটকে গেছে টিংকু ও কল্লোলে!
শেয়ার করে টিফিন খেতাম আমি ওদের সাথে!
সত্যি বলি, চোখের পানি পারছি না আটকাতে!
নতুন ক্লাসে সাবাও নেই, ফেল করেনি সাবা
কুষ্টিয়াতে চাকরি নিয়ে গিয়েছে তার বাবা।
বাবার সাথে ওরাও গেছে এই এলাকা ছেড়ে
ক্লাসের সবাই থাকব সাবার খেলার স্মৃতি নেড়ে!
যেখানে যাক, সাবা থাকুক সব সময়ই ভালো
এদিকে তো ক্লাস টিচারের নাম শুনে মুখ কালো!
এবারে নেই মল্লিকা মিস! চৌধুরী স্যার! কড়া
তার মানে তো দুর্বিষহ ক্লাস সেভেনের পড়া!
স্যার যে রকম! গেমস পিরিয়ড বাদ দিয়ে দেয় নাকি!
তেমন হলে ক্লাস সেভেনে সকলে আনলাকি!
না যদি যায় ইচ্ছামতন খেলার মাঠে ছোটা
কোন কারণে কষ্ট করে নতুন ক্লাসে ওঠা?