ভুলেই গেছি!
পরীক্ষা আর পড়ার চাপে কিংবা অকারণে
সকাল থেকে কিচ্ছু আমার পড়ছে না তো মনে।
কী পড়েছি কী লিখেছি সব গিয়েছি ভুলে
ইংরেজিতে Cow মানে কী, তা–ও খেয়েছি গুলে।
সকালে কি ব্রাশ করেছি! ফ্রেশ হয়েছি কি না
ওয়াশরুমে কি গিয়েছিলাম? বলতেই পারছি না।
নাশতায় আজ কী খেয়েছি ভাত রুটি না সুজি!
বার্গারটা খেলাম কখন? টের পেয়েছি বুঝি!
ডিম-পরোটা নাকি নুডলস? সম্ভব নয় বলা
ভুলেই গেছি আম্মু কখন দিয়েছে কানমলা।
পড়ার চাপে খেলব কখন! দেখব কখন টিভি?
আপুর ফোনে মেগাবাইট রয়েছে এক জিবি।
ভুলেই গেছি রিমোট কোথায়? হয়তো ওয়ার্ডরোবে
বীজগণিতের সূত্র ভুলে ফুঁসছি এখন ক্ষোভে।
লুকিয়ে কখন গেম খেলেছি আব্বুর সেলফোনে!
ভাবতে হবে, পাসওয়ার্ডটাই পড়ছে কেবল মনে।
ভুলের রোগে কাহিল আমি খাচ্ছি থতমত
আচ্ছা আমার ক্লাস কোনটা? রোল নম্বর কত?
শুক্র শনি ছুটি, তবে পড়ছি কোন স্কুলে?
বিজ্ঞানে যে দশ পেয়েছি সেটাও গেছি ভুলে।
পড়ার চাপে জ্ঞান বেড়েছে বুদ্ধি গেছে ঝরে
যেহেতু সব ভুলেই গেছি লাভ কী মনে করে!