আষাঢ়ের কবিতা

টুপটাপ টুপটাপ বৃষ্টির ছন্দ

চুপচাপ বসে রই আজ পড়া বন্ধ।

ধুকপুক করে বুক চমকায় বিজলি

টুনটুন পাখিটা আজকেও ভিজলি!

আরও পড়ুন

ঝমঝম ঝমঝম টিনে সুর বাজছে

আমড়ার গাছে ওই ফিঙেটা নাচছে।

ঢিপঢিপ ঢিপঢিপ হারিকেন জ্বলছে

মিউমিউ মিউমিউ বিড়াল কী বলছে!

শনশন শনশন বাতাসের ঝাপটা

বৃষ্টিতে কেটে যায় গরমের ভাপটা।

মকমক মকমক কোলাব্যাঙ ডাকছে

মুরগিটা ছানাদের ঢেকেঢুকে রাখছে।

আরও পড়ুন

থই থই খালবিল পুকুরের দোস্তি

চইচই হাঁসগুলো ফিরে পায় স্বস্তি!

টপটপ পড়ে জল টিন ফুটো–ছিদ্রা

বকফুল টকফুল দেয় সুখনিদ্রা।

জবজবে ভেজাভিজি এই তার ইচ্ছা

বকবক ফকফক দাদু কয় কিচ্ছা।

ঝমঝম বাজে সুর আকাশের রাজ্যে

চুপ চুপ থাম থাম নেই কারো কাজ যে!

আরও পড়ুন