তুই কি আমার বন্ধু

অলংকরণ: সব্যসাচী চাকমা

যখনই আমি কাঁদি না কেন

আসিস তুই ছুটে,

বলিস আমায়, ‘কেন কাঁদিস

সব আনন্দ লুটে?’

বলি আমি মিষ্টি হেসে

তোকেই খুঁজে সারা।

ভেবেছি, তুই হারিয়ে গেছিস,

কেমন করে থাকব তোকে ছাড়া।

আরও পড়ুন

যখনই আমি হাসি না কেন,

থাকিস তুই আমার সাথে।

যোগ দিস তুইও এ হাসিতে

সকল দিনে–রাতে।

দেব বিকেলে আড্ডা আমরা,

সঙ্গে থাকবে চা,

করব হাজারো গল্প সাথে

এই যে, শুনে যা!

আরও পড়ুন

যখনই আমি পাব যে ভয়

আড়াল থেকে হাসিস

বলিস, ‘ওরে ভীতুর ডিম,

এতেই কাতর, ইশ।’

যখনই আমার লাগবে একা

খুঁজব আতিপাতি,

হাত বাড়িয়ে দিস, ওরে তুই

সুহৃদ-বন্ধু-সাথী।

লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

আরও পড়ুন