শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯—১৭ আগস্ট ২০০৬) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। পেশায় সাংবাদিক ছিলেন। দৈনিক বাংলা ও বিচিত্রা সম্পাদনা করেছেন। রূপালি স্নান, রৌদ্র করোটিতে, এবং বন্দী শিবির থেকে তাঁর বিখ্যাত কবিতার বই। মুক্তিযুদ্ধের সময় তাঁর কবিতা প্রেরণা জুগিয়েছে। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদকসহ বহু পুরস্কার। ‘ছড়ায় এক ইতিহাস’ ছড়াটি নেওয়া হয়েছে লাল ফুলকির ছড়া (১৯৯৫) থেকে।
বাস্ রে সে কী একাত্তরে
ফুলবাগানে, খেলাঘরে,
গলির মোড়ে, নদীতীরে,
ফ্ল্যাটে এবং খড়-কুটিরে,
খেতের আলে, ছাঁদনাতলায়,
বাংলাদেশের বুকে গলায়
রাত-দুপুরে অন্ধকারে
খটখটা খট পড়ল হাড়ে
জেনারেলের বুট।
হাজার হাজার সৈন্য এসে
দাগল কামান বাংলাদেশে
মেশিনগানের চ্যাঁচানিতে
পারে না কেউ নিদ্রা দিতে।
মরল মানুষ মাছির মতো
দিনরাত্তির অবিরত,
মরল মানুষ পথে ঘাটে,
বন্ধ ঘরে, খোলা মাঠে—
নয়কো মোটে ঝুট।
দানোর ভয়ে দলে দলে
গ্রাম্য বধূ লুকায় জলে।
খেলা ভুলে শিশুরা হায়
মায়ের বুকে শুধু লুকায়।
শহর শহর সব শহরে
গেরস্তদের পোড়া ঘরে,
হাট-বাজারে গঞ্জ-গ্রামে
দিন-দুপুরে খোদার নামে
চলল হরির লুট।
হাজার হাজার মুক্তিসেনা,
কেউ-বা চেনা, কেউ অচেনা—
পড়ল ছেয়ে সারাদেশে
রকমারি ছদ্মবেশে।
রইল মিশে খালের পাশে,
গাছের পাতায় ঘাসে ঘাসে।
তাদের দেখে শক্র যত
ভয়-পাওয়া সব হুলোর মতো
দিল বেজায় ছুট।