দুষ্টু ভীষণ, কাজের তবু
দুষ্টু ভীষণ, কাজের তবু, কাজ ছাড়া কি থাকে!
অলস যারা তাদের জাগায়, কেবল তাদের ডাকে।
‘ঘর ছেড়ে আয় জলদি করে দাপিয়ে বেড়াই চল,
আয় রে ছুটে পাড়ার যত দামাল ছেলের দল।’
‘দ্যাখ না চেয়ে দুচোখ মেলে কেমন নিথর পাড়া,
আয় না সবাই হল্লা করি জাগুক প্রাণের সাড়া।’
‘জীর্ণ যেসব ঘর ও বাড়ি—এই পড়ে সেই পড়ে
আয় না তাদের আঘাত করি আমরা আচ্ছা করে।’
‘না হয় নতুন কোনো কিছুই ওই সে জীর্ণ ভিতে—
উঠবে নাকো গড়ে। আমার শোনো, প্রাণের মিতে।’
এমনি করেই বছর বছর যায় দিয়ে যায় ডাক
আর কেউ নয় প্রাণের মিতে রুদ্র সে বৈশাখ।