আমার স্বাধীনতা

অলংকরণ: সৈয়দ এনায়েত হোসেন

স্বাধীনতা যদি রোদ্দুর হয়
সোনার আলোয় মাখা,
কিংবা পথের পাশে বুনোফুল
হাওয়ায় দুলছে পাখা।

ফুলের আবার পাখনা কোথায়
ফুলেরা কি তবে পাখি,
তাই কি ফুলের সাথে সকালের
এত বেশি মাখামাখি।
ফুল, পাখি আর রোদ্দুর এরা
সকালের প্রতিবেশী
রাত্রে ঘুমিয়ে ভোরবেলা জাগে,
থাকে তারা পাশাপাশি।

স্বাধীনতা তাই ফুল হতে পারে
কিংবা হয়তো পাখি,
নদীদের সাথে, বাতাসের সাথে
বড় বেশি মাখামাখি।
স্বাধীনতা মানে রোদমাখা দিন,
পাখিদের ওড়াউড়ি,
কাশ বনে বনে ঢেউ জেগে ওঠা,
আকাশে রঙিন ঘুড়ি।

স্বাধীনতা মানে সুখ উল্লাস, স্বাধীনতা ভালোবাসা
স্বাধীনতা মানে মায়ের আদর, স্বপ্ন এবং আশা।

স্বাধীনতা হবে সবার জন্যে, নিবিড় সবুজে ঢাকা
স্বাধীনতা হবে মুক্ত আকাশ, সবাই মেলবে পাখা
স্বাধীনতা এক স্বপ্নের নাম, স্বাধীনতা ভালোবাসা,
তাকে ঘিরে প্রাণে জাগ্রত হবে নতুন দিনের আশা।

স্বাধীনতা মানে মুক্ত স্বদেশ, স্বাধীনতা মানে গান
স্বাধীনতা মানে সোনালি দুপুর, মুক্তির আহ্বান।