আমাদের আছে আপা এক, বড় মহীয়ান—
নাম তার বোধ হয় নাহিয়ান।
মশাদের কাছে নেই তার আত্মত্যাগের সীমা,
আপাকে কি তবে করে রেখেছে জীবন বীমা?
আপার রয়েছে মস্ত বড় বড় গুণ,
তবু আপা কহেন,
তার জীবনে নাকি খালি ভুল।
ওহে আপা,
এমন করিলে পাবেন নাকি খুঁজে কোনো কূল?
পরে যদি হয়ে যান বড় Fool?
তাই গো আপা এবার মাথাটা প্লিজ করেন কুল।
কারণ, আপা আপনার মাথাতেই যে রয়েছে,
মস্ত বড় বড় ফুল।
লেখক: একাদশ শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা