আলোর ছড়া

অলংকরণ: সৈয়দ এনায়েত হোসেন

আলোয় আলোয় রাঙা সকাল
সোনালি এক ভোর,
আলো চুরি করব বলে
খুলি আলোর দোর।

আলোর স্রোতে পাল তুলেছি
আলো আমার আলো,
ঘুলঘুলিতে আলোর পাখি
শিস দিয়ে চমকালো!

পাখির ডাকে যাই এগিয়ে
স্বপ্ন নদীর তীরে,
স্বপন পারের ডাক শুনেছি
লক্ষ লোকের ভিড়ে।

দোর খুলে যেই দৌড় দিয়েছি
হাতে আলোর ফুল,
ভোরবেলাতে আলোর খেলায়
আমরা যে মশগুল!