মেঘবালিকা
মেঘবালিকার সঙ্গে দেখা সেই সকালে
মেঘের গাড়ি নিয়ে সেতো দিচ্ছে পাড়ি
এক কিশোরী চেয়ে আছে পথপানে
তার পরনে ছিল ধুসর কালো শাড়ি।
কৃষ্ণকালো মেঘের ভেলায় চড়ে চড়ে
জল ভর ভর বৃষ্টি নিয়ে এ পথ চলা
সাহস করে এগিয়ে চলে সম্মুখপানে
স্বপ্নলোকে কথাগুলো হবে বলা।
ঝমঝমাঝম বৃষ্টি এলো হঠাৎ করে
মেঘবালিকার ভেলায় হঠাৎ দিয়ে হানা
সেই কিশোরী বসে আছে নদীর ধারে
স্বপ্ন নিয়ে সে সব বলতে মানা।
দুঃখগুলো মনের মাঝে পুষে রেখে
স্বপ্ন আশার হলো যেন গুড়েবালি
মেঘবালিকা ভিজছে দেখো কান্নাজলে
আবার এসো নিয়ে তুমি প্রীতির ডালি।