সবুজের বুকে লাল সূর্য আঁকা
এই সেই আমাদের জয়পতাকা,
কত জ্বালা ব্যথা সয়ে
কত প্রাণ বিনিময়ে
এল এই স্বাধীনতা অশ্রুমাখা।
সাত কোটি বাঙালিরে বন্দী করে
শোষকেরা বারবার ফন্দি করে
ভুলাতে মায়ের বুলি
একুশে চালাল গুলি
কালো পথ হলো লাল রক্তে ঢাকা।
তার পরে পঁচিশের ভয়াল রাতে
কত প্রাণ কেড়ে নেয় কালো থাবাতে
ঘরে ঘরে পড়ে সাড়া
বাঙালিরা রুখে দাঁড়া
সংগ্রামী ডাকে ঘরে যায় না থাকা।
প্রাণ বাজি রেখে বলে মুক্তিসেনা
প্রাণ দেবে তবু তারা মান দেবে না
শত্রুর কারাগার
করে দিয়ে চুরমার
মুক্তির পাখি আজ মেলেছে পাখা।
আরও পড়ুন