মেট্রোরেলে ভিজে ভিজে মেঘের দেশে ঘোরা
মেট্রোরেলে চড়তে আমার লাগছে ভীষণ ভালো!
বাতাস কেটে চলছি, মনে নানান রঙের আলো।
স্বপ্নগাড়ি চলছে ছুটে যানজটের এই শহরে
এ গাড়িতে চড়তে মজা ছয়টা বগির বহরে।
আসছে ভেসে মিষ্টি কণ্ঠ, বলছে নিয়মকানুন
মেট্রোরেলে চড়ার ছন্দ সঠিকভাবে জানুন।
নামব আগে, উঠব পরে, এটা হলো রুল
তবু কেন তোমরা সবাই বাধাও হুলুস্থুল!
হাতল ধরে ঝুলে আছি দুলছি সবাই আহা!
হাসতে গিয়ে পড়েই গেল তন্বী, তুয়া, তাহা।
জানলা দিয়ে রই তাকিয়ে, মনটা বড় অবুঝ
পড়ছি আকাশ, পড়ছি বাতাস, পড়ছি পাতার সবুজ।
আরও পড়ুন
উঁচু উঁচু দালান দেখি, দেখি রাস্তাঘাট
নিচ দিয়ে সব চলছে গাড়ি, খোলা দোকানপাট।
ছাদবাগানে পাতার বাহার, ফুটছে কত ফুল
এসব ফুলের নাম জানতে হয় না কারও ভুল।
থোকা থোকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফোটে
লাল পলাশের রঙে আকাশ রঙিন হয়ে ওঠে।
উড়ছে পাখি ডানা মেলে কোথায় যাবে ওরা,
দুপুরবেলা ভিজে ভিজে মেঘের দেশে ঘোরা।