সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না।
তাই তো আর কেউ আমার সঙ্গে খেলে না।
একা একা থাকতে আমার আর যে ভালো লাগে না।
পুরোনো আমি
ঘুমিয়ে আছে আর কিছুতেই জাগে না।
অঙ্ক কষার নিয়মগুলো কেউ আমাকে বলে না।
অঙ্ক করার বুদ্ধিগুলো একেবারেই চলে না।
সবার অঙ্ক মেলে, আমার অঙ্কই মেলে না!
লেখক: শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণি, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা
আরও পড়ুন