ভূতের ভয়ে
ঝোপড়া বাঁধা তেঁতুলতলির গাছে রে
ঝাঁকড়া চুলের ভূত নাকি এক আছে রে!
ভূতের নাকি ভয় দেখানোই কাজ
যখন–তখন ধরতে পারে যেমন–তেমন সাজ।
মগডালেতে উল্টো ঝুলে থাকে সে
ছোট্ট শিশু দেখতে পেলে আদর করে ডাকে সে।
মাঝদুপুরেও তার ভয়েতেই বন্দী থাকি ঘরে
চমকে উঠি দরজাতে কেউ যখন কড়া নাড়ে।
গাছে পাকা তেঁতুল ছিল, পাড়তে তবু যাইনি
যদিও দাঁতভাঙা আর চোখকানা ওই ভূতের দেখা পাইনি।