আম্মু এটা গল্পের বই না
একদিন আমি পড়ার টেবিলে
লুকিয়ে পড়ছি কিআ,
পড়িতে পড়িতে খুশিতে ভাসিল
গহিনে লুকানো হিয়া।
হঠাৎ প্রচণ্ড ধমক!
পিছনে দেখি আম্মুর মুখ!!
আম্মু বলিল, ‘পড়ার সময়
গল্পের বই বসেছিস নিয়া?’
আমি বলি, ‘আম্মু এটা গল্পের বই না,
এটা আমার কিআ।’
আরও পড়ুন