হ্রস্বইকার

হ্রস্বইকার ম্যাজিশিয়ান, ভেল্কিবাজির রাজা

তাঁর দেখানো সকল ম্যাজিক চোখধাঁধানো, তাজা।

এত্ত বড় ম্যাজিশিয়ান কেউ দেখে নাই আগে

তাঁর ম্যাজিকে মন ভরে যায়, পিত্তি জ্বলে রাগে।

ম্যাজিক দেখে অবাক হয়ে দাঁত দিয়ে নখ কাটি

হ্রস্বইকার পাটকে করে এক লহমায় পাটি।

মন্ত্র পড়ে ম্যাজিক দিয়ে বাঁশকে বানায় বাঁশি

বাঁশির সুরে মন ভরে যায়, ঠোঁটের কোনায় হাসি।

মাথায় ছিল মস্ত যে টাক, ম্যাজিকে তা টাকি

মাথার ওপর মাছের আবাস কেউ দেখেছ নাকি?

হ্রস্বইকার নিয়ে আবার যন্ত্রণাতেও আছি
বাজার থেকে মাছ আনলাম, করল তাকে মাছি।
পকেট থেকে হাত বেরুতেই বদলে হলো হাতি
হাতের বদল হাতি এখন আমার হলো সাথি।

খেলব বলে ঘরের ভেতর রেখেছিলাম বল
ম্যাজিকে তা প্রকাণ্ড বিল, আমার চোখে জল।
কিনে আনা সমস্ত পান বদলে গিয়ে পানি
হ্রস্বইকার করল ওটা। কীভাবে? কী জানি!

একটু আগেও যা ছিল কাঠ, এখন দেখি কাঠি
হ্রস্বইকার, হ্রস্বইকার! জীবন পুরোই মাটি।
এক টুকরো কাচ ছিল তা ম্যাজিক করে কাঁচি
ম্যাজিক থেকে মুক্তি কিসে? কেমন করে বাঁচি?

হ্রস্বইকার নিয়ে কিছু বলতে নিষেধ, মানা
কী কারণে নিষেধ সেটা আমার ভালোই জানা।
হ্রস্বইকার সরে গেলেই ‘আম’ হয়ে যাই আমি
বুঝলে এবার ওকে কিছু বলতে কেন থামি?