ঈদের প্ল্যান, প্ল্যানের ঈদ

প্রতিবছর ঈদটা এসে দরজাতে দেয় নাড়া

ঈদ আমাদের পার হয়ে যায় প্ল্যান-প্রোগ্রাম ছাড়া!

খেলে খেলাম নুডলস-সেমাই, পেলে পেলাম জামা!

সেলামিটা দিলে দিল আম্মু, ফুফু, মামা!

এবারে আর তা হবে না, কাজিনরা সব মিলে

এমনই প্ল্যান বানিয়েছি, চমকে যাবে পিলে!

প্ল্যান বানানো সহজ নাকি? মিটিং ঘন ঘন

গোপন রাখার জন্য সবার করতে হলো পণও!

কী পরিমাণ গবেষণা বইপত্র ফেলে!

দেখতে পেতে সেই সময়ে বাসাতে কেউ এলে!

ঈদকে এবার পরিণত করবই উৎসবে

খাতার পাতায় সব লিখেছি কোন উপায়ে হবে!

সবাই মিলে ঠিক করেছি কার কাছে কী দাবি

কোন কালারের চাইব জামা, পায়জামা-পাঞ্জাবি!

পেছন পেছন কে কে যাবে কেউ যদি যায় হেরে

তা–ও লিখেছি, না দিলে কে কাঁদবে গলা ছেড়ে!

দাবিদাওয়া আদায় ছাড়া কিসের আবার থামা?

আমরা কেমন বিচ্ছু এবার বুঝবে ফুফু, মামা!

সেলামি তো নেবই নেব, কে দেবে কয় টাকা

পাতায় পাতায় নামের পাশে যত্নে লিখে রাখা!

প্ল্যান দেখলেই বুঝবে কারা চালাক-চতুর অতি

সালাম করেই আমরা কাজিন সবাই লাখপতি!

খাতার লেখায় আমরা গবেট? কেমন করে ভাবো?

কাদের বাসায় ঈদের দিনের সকালবেলায় খাব!

কাদের বাসায় দুপুরবেলায়, কাদের বাসায় রাতে

খাওয়ার হিসাব পাতায় পাতায় লিখেছি নিজ হাতে!

প্ল্যানের খাতা গোপন জিনিস, প্রকাশ্যে যায় রাখা?

সব বানচাল, টের যদি পায় খালা, ফুফা, কাকা!

*

ঈদ ঘনিয়ে আসছে, ঈদের নেই বেশিদিন বাকি

এমন সময় এমন হলে কেউ কি ভালো থাকি?

কী হয়েছে? কে করেছে? উঠছি না কেউ বুঝে

প্ল্যানের খাতা কোথায় গেল? কাহিল খুঁজে খুঁজে!

নিজের হাতে রেখেছিলাম খাতাটা যেইখানে

সেইখানে নেই! কেন যে নেই, সেটাই–বা কে জানে!

ঈদ কী করে করব যদি না খুঁজে পাই খাতা

বিশাল ষড়যন্ত্রে পড়ে পাগল সবার মাথা!