মার জন্য

আমি কত্ত কিছু আঁকি
পালতোলা নাও
       সবুজ সোনা পাখি
ঢেউ–ছলছল নদী
বইছে নিরবধি।
আঁকি আমি
       গাছপালা, ফুল
ওই যে পথের বাঁক
       প্রজাপতি
       কালো মেঘের ঝাঁক।
আঁকি আরও
       বাঁশের সাঁকো
            দূরের সে ঘরবাড়ি
কোনটা আঁকি, কোনটাকে যে ছাড়ি!
       আঁকি আমি
            রোদের আলো
                   ঘাস ও শিশিরমালা
       ফলে ভরা গাছেরই ডালপালা।

এত্ত কিছু আঁকার পরও
শান্তি নেইকো মনে
আঁকতে যা চাই
হয় না আঁকা
       অনেক সযতনে।
কেবল তখন
       হয় যে মনে
            সব এঁকেছি
কাগজ-তুলি
       আস্তে তুলে রাখি
মায়ের মুখটি যখন আঁকি।