গৃহসুখ বলে আর কিছু নেই, পড়েছি বিরাট চাপে
আগে বুঝি নাই এ রকম হবে এবার বিশ্বকাপে!
পুরো বাড়ি হলো দুই ভাগে ভাগ গোলাকার ফুটবলে
অর্ধেক গেছে আসমানি আর বাকিরা হলুদ দলে।
ছাদের ওপরে দুদল দুখানা পতাকা দিয়েছে তুলে
যার যার প্রিয় রং লাগিয়েছে দেয়ালে, নিজের চুলে।
বাড়ির রান্না আলাদা হয়েছে, দুদলই আলাদা রাঁধে
বিশ্বকাপের দায়িত্ব তুলে নিয়েছে নিজেরা কাঁধে!
বাড়ির ভেতরে এত রেষারেষি দেখিনি কখনো আগে
টিভি দেখা রুম দুই ভাগে ভাগ, দর্শকও দুই ভাগে।
এক দল চায় অন্যে হারুক, না পারুক গোল দিতে
বিপরীতে চায় গোলবন্যায় নিজেরা চলুক জিতে।
অনেক ভেবেছি, বুঝতে পারিনি উন্মাদনার মানে
আমি কোন দলে? কাউকে বলি না, দুদলই আমাকে টানে।
আমাকে টানতে দুদলই খাওয়ায়, যাচ্ছিলাম তো খেয়ে!
আজ থেকে সেই আনন্দ শেষ, জল পড়ে গাল বেয়ে…
নিজে নিজে খাল কেটেছি এবং কুমির এনেছি খালে
কোন আক্কেলে বলতে গেলাম সাপোর্ট পর্তুগালে!
এক হয়ে গেছে পুরোনো শত্রু এবং দুদলে মিলে
আমাকে কেবলই শাসিয়ে যাচ্ছে, পারলে ফেলবে ছিলে!
বাসায় সবার রান্না হচ্ছে আমার খাবার বাদে
রোনালদো ভাই, এসে দেখে যাও, খালি পেটে আমি ছাদে।