কিশোর-কিশোরীদের বিজ্ঞানশিক্ষায় উৎসাহিত করতে ১১ ও ১২ জানুয়ারি ‘গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল বিজ্ঞান ক্লাব’–এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রভিডেন্স প্রেজেন্টস সপ্তম গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩’। রাজধানীর গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী আয়োজিত হয় এ উৎসব।
অলিম্পিয়াড, প্রজেক্ট প্রদর্শন, দেয়ালিকা, ডিজিটাল পোস্টারসহ অনেক রকম আয়োজন ছিল উৎসবজুড়ে। বিজ্ঞান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক খাদিজা লিনা, ফ্যাশন গ্লোব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কবির এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এ ছাড়া উৎসবে বক্তব্য দেন আইসিডিডিআরবির বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি প্রোগ্রাম হেড (ফ্যাসিলিটি) ড. আসাদুল গনি।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার। উৎসবে সারা দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় আয়োজন।
আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।