মনোবিজ্ঞানের ক্লাস চলছে।
শিক্ষক: ধরো, একটা লোক কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে থাকেন। হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার চেঁচামেচি করেন, লাফালাফি করেন, হাত-পা ছোড়াছুড়ি করেন। কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?
পেছন থেকে এক ছাত্র: তিনি নিশ্চয়ই একজন ফুটবল কোচ!
অনিক বলছে তন্ময়কে: দোস্ত, আমি একটা এসএলআর ক্যামেরা কিনেছি। এখন এই ক্যামেরা ব্যবহার করে দ্রুত কিছু টাকা কামাই করতে চাই। কী করা যায় বল তো?
তন্ময়: তোর ক্যামেরাটা বেচে দে!
জনি: রনি, তোর জন্মদিন কত তারিখে?
রনি: ২০ জুন।
জনি: কোন বছর?
রনি: প্রতিবছর!
সাইফ: বোকার মতো কথা বলিস কেন?
রিয়াজ: তোর যাতে বুঝতে সুবিধা হয় সে জন্য।
রাশেদ: কিরে দোস্ত, মন খারাপ কেন তোর?
শাহেদ: আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম।
রাশেদ: টাকা দেয়নি?
শাহেদ: না, বইটা নিজেই কিনে এনেছে।