রান্নাঘরে বসে মাছ কাটছেন মা। রুমে নিজের ফোন নিয়ে ব্যস্ত মেয়ে। ছোট ছেলেটাও যেন বড় মেয়েটার দেখাদেখি মায়ের অবাধ্য হচ্ছে। হঠাৎ মায়ের ফোন বেজে উঠল। মা রাইসাকে বললেন, ফোনটা দিয়ে যেতে। রাইসার সেই আগের কথা, আমি পারব না। ছেলেটাকে বলেও কোনো লাভ নেই। ওটা আরও বড় অপদার্থ। মা রাগী চেহারা নিয়ে হাত ধুয়ে এসে দেখেন, ২৪০০০ নম্বর থেকে কল এসেছে। প্রায়ই আসে। ব্যস্ততার মধ্যে এই কল মায়ের রাগ ১০০ গুণ বাড়িয়ে দিল। আর রাগের বশে মোবাইলটা ছুড়ে মারলেন মেঝেতে।
ছেলে-মেয়ে দুজনেই চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। মায়েরও এতক্ষণ পরে যেন হুঁশ হলো,
কারণ, আবার যে তাঁকে ২৪ হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে হবে!