সুন্দর পৃথিবী গড়ার আশা নিয়ে শেষ হলো আশার উৎসব

ছবি: আব্দুল ইলা

নেমেসিস, আর্টসেল ও জেমসের মনমাতানো পরিবেশনা শেষে গতকাল শনিবার রাতে পর্দা নামল ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের।

বাংলাদেশের হৃদয় হতে বিশ্বজুড়ে আশা জাগানোর ৫০ বছরের পথচলা আর বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তি উদ্‌যাপন করতে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই উৎসব। আগামী দিনের বাংলাদেশ নিয়ে আশা আর সম্ভাবনার কথাই সুর পেয়েছে এই উৎসবে। এই দেশ বিনির্মাণে যাঁরা ভূমিকা রেখেছেন; যাঁদের শ্রম, ঘাম আর হার না মানার শক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—শ্রদ্ধা জানানো হয়েছে তাঁদেরও। ব্র্যাক হোপ ফেস্টিভ্যালে নানা আয়োজনে ধ্বনিত হয়েছে তারুণ্যের জয়গান, শত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান আর সম্ভাবনার বাংলাদেশের কথা।

ছবি: আব্দুল ইলা

অনেক আয়োজন নিয়ে সাজানো হয়েছিল উৎসবের শেষ দিন। কবিতা, গান, কর্মশালা, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা, অ্যাওয়ার্ড প্রদান এবং নেমেসিস, আর্টসেল, জেমসসহ মঞ্চে নানা উপস্থাপনায় জমে উঠেছিল উৎসবের শেষ দিন।

আরও পড়ুন

‘যে পৃথিবী আমরা গড়তে চাই’ প্রতিপাদ্য সামনে রেখে সাজানো হয় শেষ দিনের আয়োজন। উৎসবের শেষ দিনটি উৎসর্গ করা হয় বাংলাদেশের তরুণ প্রজন্ম ও ‘চেঞ্জমেকার’দের, যাঁরা নিজ নিজ প্রকল্পের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় তাঁদের। শেষ দিনের প্রধান আয়োজনগুলোর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন ও অভিযোজন কৌশল নিয়ে আলোচনা।

মঞ্চে ছিল ভিন্ন ভাষার গান নিয়ে বিশেষ আয়োজন। আরমিন মুসা ও খৈয়াম সানু সন্ধির পরিচালনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দেশি-বিদেশি শিক্ষার্থীদের দল বিভিন্ন ভাষায় সংগীত পরিবেশন করে। ভাষার মাসে বিশ্বের সব ভাষাকে শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে এই আয়োজন নজর কাড়ে উপস্থিত দর্শকদের। বিকেলে মঞ্চে ‘সাউন্ড অব চেঞ্জ’ শিরোনামে গান পরিবেশন করেন চন্দনা মজুমদার, মাশা ইসলাম, সিথি সরকার ও সানজিদা মাহমুদ নন্দিতা।

১ / ৬
নেমেসিসের কনসার্ট জমিয়ে দেয় উৎসবছবি: আব্দুল ইলা

সন্ধ্যার শুরুতে মঞ্চে ওঠে নেমেসিস ব্যান্ড। ততক্ষণে ভরে ওঠে পুরো আর্মি স্টেডিয়াম। গেট দিয়ে মানুষ ঢোকেন হু হু করে। ‘স্বপ্নসুর’, ‘গণজোয়ার’, ‘কবে’সহ বেশ কয়েকটি গান গেয়ে জমিয়ে দেয় উৎসব। ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড’ প্রদানের পর মঞ্চে আসে আর্টসেল। ঘোষণা দেয় তাদের নতুন অ্যালবাম ‘অতৃতীয়’র। এরপর পুরো স্টেডিয়াম গলা মেলায় আর্টসেলের ‘এই বিদায়’, ‘পথচলা’, ‘অনিকেত প্রান্তর’, ‘দুঃখবিলাস’সহ মোট সাতটি গানে।

১ / ৬
এক এক করে সাতটি গান গায় আর্টসেলছবি: আব্দুল ইলা

আর্টেসেলের পরিবেশনা শেষে সমাপনী বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌। সবশেষে মাইকে শোনা যায় নগর বাউল জেমসের গলা। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের হাজার হাজার মানুষ চিৎকার করে ওঠেন একসঙ্গে। পরের এক ঘণ্টা জেমসের গানে উন্মাতাল হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে রাত ১১টায় শেষ হয় ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল

১ / ৪
মঞ্চে শেষ পরিবেশনা ছিল জেমসেরছবি: আব্দুল ইলা
সমাপনী বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌
ছবি: আব্দুল ইলা

৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করে উন্নয়ন সংস্থা ব্র্যাক। উৎসবের ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ব্লুজ কমিউনিকেশন লিমিটেড।