পৃথিবীর সেরা প্রকৌশলী বলেন

তোমরা কি এফ আর খানের নাম শুনেছ? ফজলুর রহমান খান (১৯২৯-১৯৮২)! তিনি ছিলেন পৃথিবীর এক সেরা প্রকৌশলী। তাঁকে বলা হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন। মাদারীপুরে জন্ম তাঁর। ঢাকার আহ্‌ছানউল্লা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক পাস করেন। এখন যেটাকে বলা হয় বুয়েট।

এফ আর খান পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের নকশা করেছিলেন। এটা আমেরিকার শিকাগোয় অবস্থিত। আগে এর নাম ছিল সিয়ারস টাওয়ার, এখন নাম উইলিস টাওয়ার। একসময় এটাই ছিল দুনিয়ার সবচেয়ে উঁচু ভবন। পরে এর চেয়ে উঁচু ভবন নির্মিত হয়েছে অবশ্য। এফ আর খান শুধু উঁচু ভবন বানানোর প্রকৌশলী হিসেবে বিখ্যাত, তা নয়। তাঁর আবিষ্কৃত কতগুলো পদ্ধতির জন্যও তিনি বিখ্যাত।

এফ আর খান অনেক পুরস্কার আর সম্মান লাভ করেছিলেন। তাঁর একটা বিখ্যাত উক্তি হলো, ‘একজন প্রযুক্তিবিদের আপন প্রযুক্তিতে হারিয়ে যাওয়া উচিত নয়। তাঁকে অবশ্যই জীবনকে উপভোগ করতে জানতে হবে। আর জীবন হলো নাটক, শিল্প, সংগীত আর সবচেয়ে বড় কথা মানুষ।’

এফ আর খান ভালো গাইতে পারতেন। গুগল করলে তোমরা তাঁর ছবি পাবে, তিনি মেঝেতে বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি আমেরিকায় অনেক কাজ করেছেন।

কাজেই ভালো চিকিৎসক, প্রকৌশলী বা বিজ্ঞানী যা–ই হতে চাও না কেন, তোমাকে শিল্প, সংগীত, নাটকের চর্চা করতে হবে। সবচেয়ে বেশি কাজ করতে হবে মানুষকে নিয়ে।