ক্লাসে ম্যাডাম পড়াচ্ছেন— একদিন এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা তুলার মতো উড়তে থাকবে, আর আকাশ-পাতাল এক হয়ে যাবে। তখন মিথিলা ম্যাডামকে প্রশ্ন করল, ‘ম্যাডাম সেদিন কি আমাদের স্কুল বন্ধ থাকবে?’
দৌড় প্রতিযোগিতায় সেরা উসাইন বোল্ট। বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় খেতে গেলেন তিনি। এদিকে রেস্তোরাঁর দারোয়ান তাদের প্রবেশপথে আটকে দিল। বলল, ‘দুঃখিত স্যার, আপনি হাফপ্যান্ট পরে এসেছেন। হাফপ্যান্ট পরে আমাদের রেস্তোরাঁয় প্রবেশ নিষেধ।’
উসাইন বোল্ট: ব্যাটা বুদ্ধু, কত বড় সাহস! আমাকে আটকে দিস! তুই জানিস আমি কে? আমি বিখ্যাত দৌড়বিদ উসাইন বোল্ট।
দারোয়ান: তাহলে তো ভালোই হলো। এক দৌড়ে বাসা থেকে ফুলপ্যান্টটা পরে আসুন!
খোকা: মা! আমি কি বাইরে গিয়ে পিটারের সঙ্গে খেলতে পারি?
মা: না। পিটার ভীষণ পাজি ছেলে।
খোকা: তাহলে কি আমি ওর সঙ্গে মারামারি করতে পারি?
গ্রীষ্মকালে সবচেয়ে বেশি কানমলা কে খাবে বলুন তো?
উত্তর: ফ্যানের রেগুলেটর।