নিম গেমে নিমরাজি

মনে করো তুমি আর তোমার বন্ধু nim game খেলছ। এটা অনেক ধরনের হতে পারে। এই ধরনটায় প্রথমে কিছু ম্যাচের কাঠি বাঁয়ের মতো সারি করে সাজানো থাকে। তারপর সেখান থেকে দুজন খেলোয়াড়ের প্রত্যেকে একবার একবার করে কাঠি সরিয়ে ফেলতে পারে। সরানোর নিয়ম হলো যত ইচ্ছে কাঠি সরানো যাবে, তবে একটা (বাঁ থেকে ডান) সারি থেকে। যে সবার শেষ কাঠি সরাতে বাধ্য হবে, সে হারবে। খেলার একটা পর্যায়ে ডানের অবস্থা হলো। তুমি কোন কাঠি(গুলো) নিলে নিশ্চিত জিতের দিকে অগ্রসর হতে পারবে?