বিজ্ঞানী নিকোলা টেসলার অদ্ভুত শখ

নিকোলা টেসলা

বিজ্ঞান আর উদ্ভাবনের দুনিয়ায় খুব জনপ্রিয় আর বিস্ময়ের নাম নিকোলা টেসলা। মার্কিন এই বিজ্ঞানী নিজের গবেষণাগারের পাশের একটি পার্কে কবুতরদের সঙ্গে সময় কাটাতেন, নিয়ম করে প্রতিদিন শখের বশে কবুতরদের গম খাওয়াতেন। তাঁর শখের তীব্রতা এতই বেশি ছিল যে একবার একটি কবুতরের ভাঙা পা আর ডানার জন্য তিনি দুই হাজার ডলার খরচ করেছিলেন। তৈরি করেছিলে একটি বিশেষ যন্ত্র যেন কবুতরটি ঠিকমতো চলতে পারে।

(কিশোর আলো জুন ২০১৬ সংখ্যায় প্রকাশিত)