আমাদের দেশের মাতৃভাষা বাংলা। মায়ের মুখ থেকে শুনেই এ ভাষা শিখেছি আমরা। মা আমাদের ছোট থেকে লালন-পালন করছেন। মা আমাদের সবচেয়ে আপনজন। কেউ আমাদের ভালোবাসুক আর না বাসুক, মা আমাদের ভালোবাসেন। নিজে না খেয়ে আমাদের খাওয়ান। কত কষ্ট করেন আমাদের জন্য! সব সময় আমাদের ভালো চান মানুষটা। আমরা যাতে কষ্ট না পাই, সে জন্য নিজে কষ্ট করেন। মায়ের গুণ বলে শেষ করা যায় না। আমার মা সবচেয়ে ভালো মা।