লাল রঙের কাক

১.

‘আচ্ছা মানলাম, পৃথিবীতে এই একটিই লাল রঙের কাক আছে। তাই বলে একটি কাকের দাম ২০ লাখ! ফাজলামি? ওই টাকায় আমি ১০ হাজার ভবিষ্যদ্বক্তা টিয়া পাব কাপ্তানবাজারে।’

‘আমাকে বলতে দিন, প্লিজ। বিষয়টা পুরোপুরি গোপন কিন্তু...’

২.

রাত ঠিক বারোটায় ঘুম ভেঙে গেল লোকটির। অবশেষে কাকটি বিক্রি করে এসে শান্তির একটা ঘুম দিয়েছিল সে। ক্রেতাকে বলেছে যে কাকটির কানে কানে যেকোনো লোকের নাম বললেই লোকটি রাত ঠিক বারোটায় মারা যাবে, সে যে-ই হোক।

পথের কাঁটা সরানোর এমন একটা সুযোগ সামনে দেখেই ক্রেতার চোখ চকচক করে ওঠে। বোঝা যায়, লোকটি টোপ গিলেছে।

কিন্তু এই গাঢ় রাতে কী উড়ে গেল ওটা দেয়ালের এপাশ থেকে ওপাশে? বিক্রেতা লোকটি চমকে উঠল।

লাল একটা কাক।

কা কা করে ডেকে উঠল কাকটা।