হঠাৎ ছায়াগুলোর মধ্যে ভীষণ তোড়জোড় শুরু হয়ে গেল। সব কটি ছায়া গিয়ে ভিড় করল দরজার মুখে।
আমার ছায়ার কাছে জানতে চাইলাম, ব্যাপারটা কী? সবগুলো ছায়া অমন হুড়োহুড়ি করছে কেন?
‘সামনে ছায়াস্টেশন।’
‘ছায়াদের আবার স্টেশন আছে নাকি?’
বলেই একটা ব্যঙ্গাত্মক হাসি দিলাম। মুখ ঘুরিয়ে নিল আমার ছায়া।
একটু পর স্টেশনে ট্রেন থামল। অমনি পিল পিল করে নেমে গেল সব কটি ছায়া।
আবার চলতে শুরু করল ট্রেন। বাইরে ঝকঝকে রোদ। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দিলাম বাইরে। তাকিয়ে দেখলাম আমার কোনো ছায়া নেই। না থাকারই কথা। ছায়াস্টেশনে সব নেমে গেছে। কিন্তু এ কী!
ট্রেনটা একটা বাঁক নিতেই অবাক হয়ে দেখলাম...
ট্রেনটারও কোনো ছায়া নেই।