ভাবনায় ভাষা

আজ সোমা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই বিলুপ্ত ভাষার তালিকায় স্থান পেল বাংলা ভাষা। ২০৯৮ সালের এই দিনে পুরো বিশ্বে প্রয়োজনের তাগিদে একটি ভাষাই টিকে গেল শুধু। ভিআর প্রযুক্তির মাধ্যমে বাকি সব ভাষারই ঠাঁই হয়েছে স্মৃতি ধরে রাখার জন্য মিউজিয়ামে। ভাষার জন্য লড়াই করা মানুষদের গল্পগুলো নিভে গেল কী সহজেই। ভাষাসৈনিকদের কথা কারও ভাবনায় আর কোনো দিন আসবে কি?

মনে হয় না!