কবিতা পাঠের আসর। খুব আবেগ দিয়ে কবিতা পড়ছিলেন এক কবি।
ব্যস। তাতেই খেপে গেলেন বাকি সব কবি।
হইচই, চিৎকার, চেঁচামেচি।
কবি সভাপতি বললেন, ‘নিশ্চয়ই তুমি রক্তমাংসে গড়া কোনো প্রাণী।
আপত্তি জানালেন কবি, তোমরা এতটা নিশ্চিত হচ্ছ কী করে?
আপত্তি জানানো এক কবি বললেন, তাহলে চলো। তোমাকে পরীক্ষা করা হোক। তুমি মানুষ নাকি রোবট। জানো তো, রোবটদের কবিতা পাঠের আসরে মানুষের উপস্থিতি আইনত দণ্ডনীয়।