লেভ তলস্তয়ের গল্প 'বাঘ ও সারস'

অলংকরণ: সাদমান মুন্তাসির

এক বনে এক বাঘ বাস করত। একদিন সে একটি শিকার করল। তারপর মনের সুখে খেতে লাগল। হাড় চিবোতে গিয়ে হঠাৎ তার গলায় হাড় বিঁধল। এ জন্য তার গলায় খুব যন্ত্রণা হচ্ছিল। কিন্তু সে হাড় বের করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। শুধু বন কাঁপিয়ে গর্জনই করছিল আরকি।

ওই পথ দিয়েই যাচ্ছিল এক লম্বা গলার সারস। সারসের লম্বা গলা দেখে বাঘ তাকে দিয়েই গলার কাঁটাটা বের করে নেওয়ার কথা ভাবল। সে সারসকে ডেকে কাকুতি-মিনতি করে বলল, তোমার লম্বা গলাটা দিয়ে আমার গলার কাঁটাটা বের করে দাও না। তোমাকে আমি পুরস্কার দেব।

এমনিতে সারস বাঘকে ভয় পেলেও বাঘের এই দুর্দশা দেখে সে কাঁটা বের করতে রাজি হলো। তা ছাড়া পুরস্কারের লোভ তো আছেই।

সারস তার মাথাসহ লম্বা গলা পুরোটাই বাঘের গলার মধ্যে ঢুকিয়ে সহজেই কাঁটা বের করে আনল। বাঘ অনেকক্ষণ পর যন্ত্রণা থেকে হাঁফ ছেড়ে বাঁচল।

এবার সারস বাঘকে বলল, এবার দাও আমার পুরস্কার।

বাঘ কিছুক্ষণ সারসের দিকে রাগী চোখে তাকিয়ে থাকল। তারপর বলল, তোমার মাথা এতক্ষণ আমার মুখের মধ্যে থাকা সত্ত্বেও যে আমি খাইনি—এটাই কি তোমার জন্য বড় পুরস্কার নয়।

বাঘের এ কথা শুনে তো সারস একেবারে থ।

আরও পড়ুন