ঘুড়ি উৎসবে যোগ দিল এক ইগল। ঘুড়ি ইগল। সুতা ছাড়তেই উড়াল দিল ইগলঘুড়ি। উড়তে উড়তে উঠে গেল অনেক উঁচুতে। হঠাৎ কেটে গেল সুতা। পড়তে শুরু করল নিচে। মনটাই খারাপ হয়ে গেল ইগলঘুড়ির। পড়তে পড়তে তাকাল নিজের ডানার দিকে। আরে! আমার তো ডানা আছে!
ডানা মেলে উড়তে শুরু করল ইগলঘুড়ি। উড়তে উড়তে চলে গেল ওপরে। অনেক ওপরে। সব ঘুড়িকে ছাড়িয়ে। তারপর ইগলঘুড়িটা হয়ে গেল মেঘ। একটা ইগল মেঘ হয়ে রয়ে গেল আকাশে। তার পর থেকে প্রতি শরতে ইগল মেঘ আকাশে ভেসে ওঠে। ঘুড়ি উৎসব দেখতে দেখতে সব মেঘের কাছে বলে, ‘একদিন আমিও...’