জয়িতা

একদিন এভারেস্টে উঠব। উঠবই। পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ায় উঠে পুঁতে দেব বাংলাদেশের পতাকা। বেশ ভাব নিয়ে সেলফি তুলব। সেই ছবি পাঠিয়ে দেব কিছু মানুষকে, যারা আমার দিকে কেমন করে জানি তাকায়।

অবশ্য আমি পেশায় হব পাইলট। এয়ারলাইনসের নয়; পাইলট হব ফাইটার জেটের। শব্দের গতিকে পাল্লা দিয়ে উড়ে যাব আকাশ চিড়ে।

আমাকে বলতে বলা হয়েছে ‘আমার স্বপ্ন’ নিয়ে কিছু বলতে। এ দুটিই আমার স্বপ্ন, ঘুমিয়ে নয়; যা দেখি জেগে জেগে। স্বপ্ন দুটি সত্যি করবই।

জয়িতার বক্তব্য শেষ হলো। করতালিতে ফেটে পড়ল হলঘর। দুজন স্বেচ্ছাসেবক এগিয়ে এল। জয়িতা হাতের ইশারায় জানাল, সাহায্য লাগবে না। প্রত্যয়ী হাতে এগিয়ে নিল নিজের হুইলচেয়ার…।