প্রকাশকের ধাক্কায় ঘুম ভাঙল তেরেঙ লিকের।
উত্তেজিত কণ্ঠ প্রকাশকের—‘অভিনন্দন বেস্টসেলার লেখক। আপনার লেখা “১০টি মানুষের গল্প” দুদিনেই প্রথম মুদ্রণ শেষ। রীতিমতো কাড়াকাড়ি হচ্ছে পাঠকদের মধ্যে।’
তেরেঙ লিক তরুণ ভূত। ভূতেদের জন্য এর আগেও ১৩টি বই লিখেছে। কোনোটাই প্রথম মুদ্রণ শেষ হয়নি। এবারের বই নিয়ে এত হাউকাউ কেন বুঝতে পারল না।
হাই তুলতে তুলতে বিছানায় উঠে বসল। সুদৃশ্য মোড়কে বাঁধা বইটি তেরেঙের হাতে তুলে দিল প্রকাশক।
তেরেঙ মোড়ক খুলল। বইয়ের প্রচ্ছদে চোখ পড়তেই মানুষ দেখার মতো চমকে উঠল! বুঝতে পারল বেস্টসেলার হওয়ার রহস্য। মনে মনে ধন্যবাদ দিল ছাপাখানার ভূতকে; যার ভুলে বইটির নাম হয়ে গেছে ‘১০টি অমানুষের গল্প’!