একা

মাথার ওপর দিয়ে তখন উড়ে যাচ্ছিল একখণ্ড কালো মেঘ। কুচকুচে কালো। আর কী অবাক!

কালো মেঘের ছায়ার সঙ্গে ছুটতে লাগল একটা মানবছায়া।

নিজেদের ছায়ার দিকে তাকাল ওরা। আরে! তিনটা ছায়া! কিন্তু ওরা তো চারজন!

হঠাৎ উল্টো বাতাস শুরু হলো। সেই বাতাসে উল্টো পথ ধরল কালো মেঘটাও। আবারও ওদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। যাওয়ার সময় ছায়াটা ফেরত দিয়ে গেল।

নিজেদের ছায়ার দিকে তাকাল ওরা। চারটা ছায়া। যাক!

এবার নিজেদের দিকে তাকাল ওরা। এ কী! ওরা তো চারজন ছিল। এখন তিনজন কেন?

অমনি মেঘের দিকে তাকাল ওরা। আরে! ছায়া রেখে মানুষটাকে নিয়ে ছুটে যাচ্ছে কালো মেঘটা।

সেই থেকে ছায়াটা একা।