যেভাবে বলা যাবে বন্ধুর পকেটে কত টাকা আছে

একজন বন্ধুকে জানাও তুমি একজন জাদুকর। হয়তো সে বিশ্বাস করতে চাইবে না। তখন তুমি তাকে জাদুটি দেখাতে পারো।

ধাপ ১

তোমার বন্ধুকে বলো মোট ১০০ টাকা হাতে নিতে। তবে ১০০ টাকার নোট হলে চলবে না। ২, ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট হলে ভালো। যাহোক, এবার তোমার বন্ধুকে বলো টাকাগুলো দুটি ভাগ করে দুই পকেটে রাখতে। অথবা ১০০ টাকার থেকে কিছু টাকা অন্য বন্ধুদের কাছে দিতে পারে। কত টাকা অন্য বন্ধুদের কাছে দেবে, সেটা যেন তোমাকে না জানায়। এবার তাকে নিচের নিয়ম অনুসরণ করতে বলো।

  • বন্ধুর বয়সের সঙ্গে গুণ ২

  • গুণফলের সঙ্গে যোগ ৫

  • যোগফলকে ৫০ দিয়ে গুণ

  • গুণফলকে ৩৬৫ দিয়ে বিয়োগ

  • বন্ধুর কাছে দেওয়ার পর যে টাকা পকেটে রেখেছে, সেটা যোগ করতে বলো

  • সবশেষে যোগ করতে হবে ১১৫

ধাপ ২

আবার কিছুটা অভিনয়ের চেষ্টা করতে পারো। চিন্তা করছ, এমন ভান করতে পারো। তারপর জানাও, প্রথম দুটি অঙ্ক হলো তোমার বন্ধুর বয়স। আর বাকি টাকা তার পকেটে আছে। তবে তোমার বন্ধুর বয়স ১০ বছরের কম হলে হিসাব মেলাতে একটু অসুবিধা হতে পারে। অবশ্য শূন্যগুলো বাদ দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।