ভোরবেলা অথবা বিকেলে সাইকেল রাইডে তোমার সঙ্গী থাকে হয়তো বন্ধুরা। আবার একা একাও হয়তো সাইকেল রাইডে বের হও কেউ কেউ। একা রাইডে মাঝেমধ্যে পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে যায় অপরিচিত কোনো সাইক্লিস্ট। আমাদের দেশে এমন চিত্রই স্বাভাবিক।
তবে তুমি যদি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের আশপাশের বাসিন্দা হও, চিত্রটা একটু ভিন্ন হবে। ভোরবেলায় সাইকেল চালাতে বের হয়ে দেখতে পারো, তোমার পাশ দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছে জনপ্রিয় মার্কিন অভিনেতা ব্র্যাড পিট। হলিউডের অনেক অভিনেতাদেরই আছে সাইকেলের প্রতি ভালোবাসা। চলো জেনে আসি বিখ্যাত কয়েকজন তারকার সাইকেলপ্রেম সম্পর্কে।
হিউ জ্যাকম্যান
বিখ্যাত মার্ভেল চরিত্র ‘উলভারিন’। উলভারিন চরিত্রে অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যানের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে সাইকেল। মাঝেমধ্যেই সাইকেল চালিয়ে সিনেমার শুটিং সেটে আসতে দেখা যায় তাঁকে। লন্ডন ও নিউইয়র্কের রাস্তায় নিয়মিত সাইক্লিং করেন তিনি। সাইকেল চালানোর সুযোগ পেলে কখনোই সেটি হাতছাড়া করেন না তিনি। অন্য কোনো দেশে ঘুরতে গেলেও সাইকেল নিয়ে নতুন শহরে ঘুরতে বেরিয়ে যান তিনি। সাইকেলপ্রেম থেকেই ব্যায়াম করার জন্য ঘরে বানিয়ে নিয়েছেন ‘ইনডোর সাইকেল সেটআপ’। সাইকেল নিয়ে এত মজে থাকেন বলেই হয়তো ইন্টারনেটে অন্যান্য তারকার তুলনায় সাইকেলের সঙ্গে সবচেয়ে বেশি ছবি দেখা গেছে জ্যাকম্যানকে।
জেনিফার অ্যানিস্টন
জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডসখ্যাত অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের কৈশোরটা ছিল কষ্টের। অল্প বয়সেই নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়েছে তাঁর। হলিউডে প্রবেশের আগে নিউইয়র্ক শহরে ‘সাইকেল মেসেঞ্জার’–এর কাজ করতেন তিনি। সাইকেল চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতেন পণ্য। সে সময় তাঁর বয়স মাত্র ১৯ বছর। সাইক্লিংটাকে সে সময় থেকেই খুব ভালোবাসেন তিনি। তবে এই কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে এই মার্কিন অভিনেত্রীকে। জেনিফার অ্যানিস্টন মনে করেন, সাইকেল মেসেঞ্জারের চাকরিটা ছিল তাঁর করা সবচেয়ে কঠিন চাকরি। তবে সাইকেলের প্রতি ভালোবাসা কখনো হারাননি তিনি। ৫২ বছর বয়সী অ্যানিস্টনকে এখনো মাঝেমধ্যে সাইকেল রাইডে দেখা যায়।
আর্নল্ড শোয়ার্জেনেগার
টারমিনেটর সিনেমাজুড়ে যান্ত্রিক এক মানুষ হিসেবে দেখা যায় আর্নল্ড শোয়ার্জেনেগারকে। তবে বাস্তব জীবনে অযান্ত্রিক সাইকেল খুব ভালোবাসেন তিনি। ৭৩ বছর বয়সে এসেও তিনি নিয়মিত সাইক্লিং করেন লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। শুধু সাইক্লিং নয়, সাইকেল বাছাইয়েও তিনি শৌখিন। বর্তমানে শোয়ার্জেনেগারের ব্যবহৃত ই-বাইকটির বাজারমূল্য ৫ হাজার ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৬৭ হাজার টাকা!
আর্নল্ড শোয়ার্জেনেগারের সুস্থ ও স্বাস্থ্যবান থাকার পেছনে নিয়মিত সাইক্লিং নিশ্চয়ই অবদান রাখছে। আমেরিকায় যখন মাত্র করোনার সংক্রমণ শুরু হয়েছে, সে সময় তিনি তাঁর ইনস্টাগ্রামে জানান, সামাজিক দূরত্ব বজার রাখতে এই সময়ে যেন সবাই সাইকেল ব্যবহার করে। তাঁর সাইকেলপ্রীতির আরেকটি উদাহরণ হলো, অন্য দেশে ঘুরতে গিয়েও তিনি সাইক্লিং ছাড়েন না সহজে। প্যারিসে অনেকটা ছদ্মবেশে সাইক্লিং করতে দেখা গেছে এই কমান্ডো তারকাকে।
অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সাইকেলপ্রেম খুব জোরদার না হলেও সাইকেলের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো। তাঁকে একা একা সাইক্লিং করতে খুব একটা দেখা না গেলেও সন্তানদের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বেশ কয়েকবার ফ্রেমবন্দী হয়েছেন তিনি। অ্যাঞ্জেলিনা জোলির সন্তানেরাই বুঝি প্রকৃত সাইকেলপ্রেমী। অ্যাঞ্জেলিনা জোলি সাইকেলের তুলনায় বেশি পছন্দ করেন মোটরবাইক। তবে সন্তানের পছন্দ আগে বলেই হয়তো ঘন ঘন সন্তানদের সঙ্গে সাইকেল রাইডে বের হন এই জনপ্রিয় মার্কিন অভিনেত্রী।
জেনিফার লোপেজ
হলিউড তারকা জেনিফার লোপেজের সাইকেল রাইডে সবচেয়ে বেশি দেখা যায় সাইকেলের বৈচিত্র্য। ক্যালফোর্নিয়ার আশপাশে প্রায়ই বিভিন্ন রকম সাইকেল চালাতে দেখায় যায় তাঁকে। জেনিফার লোপেজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায় সাইকেল ও তাঁর ছবি।
সাইকেল ঘিরে লোপেজের আছে বিশাল এক অভিজ্ঞতা। ২০০৮ সালে তিনি অংশ নেন এক ট্রায়াথন প্রতিযোগিতায়। ট্রায়াথন হলো একসঙ্গে সাঁতার, সাইক্লিং ও দৌড় প্রতিযোগিতা। সফলভাবে ট্রায়াথন শেষও করেন তিনি। ট্রায়াথনের সাইক্লিং অংশে ১৮ মাইল সাইকেল চালান জেনিফার লোপেজ।
আরও অনেক তারকা ভালোবাসেন সাইকেল চালাতে। সেই তালিকা অনেক লম্বা। তুমিও যদি সাইকেল চালাতে ভালোবাসো, তবে সাইক্লিং চালিয়ে যাও। একদিন তারকা বনে গেলে তুমিও সেই তালিকায় ঢুকে পড়তে পারবে!