সবচেয়ে দুর্লভ রত্ন পাথর

পৃথিবীর দুর্লভ রত্নের নাম জিজ্ঞেস করলে একবাক্যে সবাই হীরার নাম বলবে, সেটা খুব ভালোমতোই জানি। হীরা অনেক দামি, দুর্লভ আর খনিজ রত্ন, তাতে সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও দুর্লভ রত্ন হচ্ছে পেইনাইট নামের একটি খনিজ পদার্থ।

লালচে রঙের স্ফটিকাকার এ খনিজ ১৯৫০ সালের দিকে প্রথম পাওয়া গিয়েছিল আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে (বার্মা)। ব্রিটিশ খনিজবিদ ও রত্ন ডিলার আর্থার সি ডি পেইন প্রথম সেটি আবিষ্কার করেছিলেন। তিনিই প্রথম বুঝতে পারেন, এটা সম্পূর্ণ নতুন ধরনের খনিজ পাথর। তাই পেইনের নামানুসারেই খনিজটির নাম রাখা হয় পেইনাইট। ২০০৫ সালের আগ পর্যন্ত সারা বিশ্বে খনিজটি মাত্র তিন খণ্ড পাওয়া গিয়েছিল। পরে আবিষ্কৃত হয় আরও ২৫টি খণ্ড। বুঝতেই পারছ, কত দুর্লভ। ভবিষ্যতে মিয়ানমারে পেইনাইট আরও পাওয়ার আশা খনিজবিদদের। তখন হয়তো সবচেয়ে দুর্লভ রত্নের তালিকা থেকে পেইনাইটের নাম কাটা যেতেও পারে।

(কিশোর আলোর আগস্ট ২০১৪ সংখ্যায় প্রকাশিত)