শাকিরার বিশ্বকাপ জয়

২০০৭ সালে বাংলাদেশে এসেছিলেন শাকিরা। তখন তিনি সিডরদুর্গত উপকূলীয় এলাকার স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটান

উন্মাদনা বাড়িয়ে দিতেই প্রতি বিশ্বকাপে নামীদামি শিল্পীরা গান করেন ফুটবল বিশ্বকাপ নিয়ে। বিগত কয়েক বারের ফুটবল বিশ্বকাপ নিয়ে গান গেয়ে বিশ্ব মাতিয়েছেন বিখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে পুরো বিশ্ব মাতিয়েছিলেন তিনি ‘ওয়াকা ওয়াকা’ শিরোনামের গানটি দিয়ে। ২০১৪ বিশ্বকাপ উপলক্ষেও গান করেছেন শাকিরা। তাঁর গাওয়া ‘লা লা লা’ শিরোনামের গানটি বিশ্বকাপ উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ। আর তাই বলা যেতেই পারে, ফুটবল বিশ্বকাপ মানেই যেন শাকিরার গান।

তোমরা কি জানো, গান গেয়ে মানুষের হৃদয় জয় করেই থেমে থাকেননি শাকিরা, সমাজসেবা দিয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাই ২০০৭ সালে ইউনিসেফের পক্ষ থেকে গুডউইল অ্যাম্বাসেডর হয়ে এসেছিলেন বাংলাদেশে। ১৭ থেকে ১৯ ডিসেম্বর এই তিন দিনের বাংলাদেশ সফরে গিয়েছিলেন ঘূর্ণিঝড়বিধ্বস্ত উপকূলীয় এলাকা পরিদর্শন করতে। এ ছাড়া রাজশাহীতে শিশুদের লেখাপড়া বিষয়ে ইউনিসেফের কার্যক্রম তুলে ধরেন তিনি।

শাকিরার জন্ম ১৯৭৭ সালের ফেব্রুয়ারি মাসে, কলম্বিয়ায়। তাঁর পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল।

(কিশোর আলোর জুলাই ২০১৪ সংখ্যায় প্রকাশিত)