একটা চেয়ার কিনবে? কেনার জন্য হাত তুললে জেনে নাও, চেয়ারটার জন্য নিলামে নাম লেখাতে হবে তোমাকে। চেয়ারটির দাম শুরু হয়েছে ৬৫ হাজার ডলার থেকে! চেয়ারটায় বসেছিলেন কে জানো? জে কে রাওলিং! এই চেয়ারে বসেই তিনি লিখেছিলেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় হ্যারি পটার সিরিজের প্রথম দুটি পর্ব!
কাঠের খুব সাদামাটা চেয়ারটা আরও দামি হয়ে উঠেছে রাওলিংয়ের হাতের লেখার কারণে। চেয়ারে খোদাই করা লেখার সঙ্গে রাওলিংয়ের সইসহ একটা চিঠিও দেওয়া হবে! চিঠিতে রাওলিং লিখেছেন,
প্রিয় আমার চেয়ারের নতুন মালিক,
১৯৯৫ সালে ডাইনিং রুমের জন্য চারটি চেয়ার পেয়েছিলাম আমি। চেয়ারগুলো ছিল একেকটা একেকরকম। সেগুলোর মধ্যে এই চেয়ারটিই তুলনামূলকভাবে আরামদায়ক ছিল। ফলে এটি স্থায়ী আসন গেড়েছিল আমার টাইপরাইটারের সামনে। হ্যারি পটার অ্যান্ড ফিলোসফার’স স্টোন এবং হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস বই দুটি আমি টাইপ করেছিলাম এই চেয়ারে বসেই। চেয়ারটাকে ছেড়ে দেওয়ার সময় আমার স্মৃতিকাতর মন খুব কষ্ট পাচ্ছে; তবে আমার পিঠ নয়!
জে কে রাওলিং